|
---|
ফারুক হোসেন, মুর্শিদাবাদ: সামনে লোকসভা ভোট , দিন যত এগোচ্ছে ততই তীব্র হচ্ছে রাজনৈতিক উত্তাপ। শাসক থেকে বিরোধী সবাই যে যার কৌশলে ব্যস্ত। পিছিয়ে নেই এ রাজ্যের শাসক দল ও।
লোকসভা ভোট কে সামনে রেখে সামশেরগঞ্জ বিধানসভার বিধায়ক আমিরুল ইসলাম মহাশয়ের নির্দেশে প্রতাপগঞ্জ অঞ্চলে উত্তর মোহাম্মদপুর গ্রামে ১০৬ নম্বর বুথে এক বর্ধীতসভার আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন সামশেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় সহিদুল ইসলাম মহাশয়। এছাড়াও ছিলেন প্রতাপগঞ্জ অঞ্চলের সভাপতি মহঃ রফিক,এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মনিরুল ইসলাম টিংকু, এবং স্থানীয় সদস্য গেনা খান
সহ সকল অঞ্চল ও বুথের নেতৃত্ববৃন্দ।