কেন্দ্রীয় সরকারের পেট্রপন্য, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে অবস্থান বিক্ষোভ কর্মসূচী

নতুন গতি ওয়েব ডেস্ক: রবিবার কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সরকারের পেট্রপন্য এবং রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কোচবিহারে অবস্থান কর্মসূচী তৃণমূলের। এদিন সকাল নাগাদ শহর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে শহরের গুঞ্জবাড়ি মোড়ে অবস্থান কর্মসূচী শুরু হয়।

    মিছিলে নেতৃত্ব দেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা শহর তৃণমূলের দাপুটে নেতা অভিজিৎ দে ভৌমিক ওরফে হিপ্পি এবং তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি সায়নদীপ গোস্বামী। আজকের এই অবস্থান বিক্ষোভে মূলত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয় যুব তৃণমূল।

    রান্নার গ্যাস এবং পেট্রো পণ্যের অভাবনীয় দাম বৃদ্ধিকে প্রধান হাতিয়ার করে যেখানে গোটা রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রচার শুরু করেছে তৃণমূল তারসাথে তালে তাল মিলিয়ে কোচবিহারেও এধরণের প্রচার শুরু করে দিলো যুব তৃণমূল এবং ব্যবহৃত জিনিসপত্রের দাম বৃদ্ধি রুখতে তাই বাংলার মেয়েকেই আবার ক্ষমতায় আনতে হবে।