NRC ও অসাংবিধানিক নাগরিক বিল পাসের প্রতিবাদে শিয়ালদা ডায়মন্ডহারবার শাখায় দুপুর তিনটে থেকে পাঁচটা পর্যন্ত চলে রেল অবরোধ

আশিক মন্ডল, ডায়মন্ড হারবার দক্ষিণ ২৪ পরগনা: NRC ও অসাংবিধানিক নাগরিক বিল পাসের প্রতিবাদে শিয়ালদা ডায়মন্ডহারবার শাখায় দুপুর তিনটে থেকে পাঁচটা পর্যন্ত চলে রেল অবরোধ। জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত শ্রেণীর বেশ কয়েক হাজার মানুষের সমাগম ঘটে এই প্রতিবাদে। প্রতিবাদীদের পক্ষ থেকে জাকির হোসেন বলেন সম্প্রতির এই ভারতবর্ষকে আমরা কিছুতেই বিজেপি ও আরএসএস দ্বারা ভারতবর্ষকে দ্বিখন্ডিত করতে দেব না। তিনি আরো বলেন সাম্প্রদায়িক বিজেপি সরকার ও তার সহযোগী তার সঙ্গী দলগুলি যতই ভারতবর্ষকে ধরনের দ্বারা থাকতে চাস না কেন আমরা ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায় শরীরে এক ফোঁটা রক্ত থাকতেও বাংলার বুকে বাংলাকে ও বাংলার সম্প্রীতিকে নষ্ট করতে দেব না বলে আমরা অঙ্গিকার বদ্ধ। পরে সন্ধ্যা পাঁচটার সময় ডায়মন্ডহারবার জিএসপি ও ডায়মন্ড হারবার থানার আইসিসির সহযোগী এবং তাদের লিখিত অভিযোগ যথা জায়গায় পৌঁছে দেবার প্রতিশ্রুতি দেয়ার ফলে সন্ধ্যা পাঁচটার সময় প্রতিবাদী দল তাদের অবরোধ তুলে নেন।