মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহের কাজ শুরু হল শুক্রবার সন্ধা ৭ টা নাগাদ।

মালদা: মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহের কাজ শুরু হল শুক্রবার সন্ধা ৭ টা নাগাদ। নতুন করে বসানো অক্সিজনে প্লান্ট থেকে এদিন অক্সিজেন সরবরাহ হওয়ায় খুশি রোগীর আত্মীয় পরিজনেরা।

    আগে অক্সিজেন সিলিন্ডারের মাধ্যে ওয়ার্ডে ওয়ার্ডে অক্সিজেন সরবরাহ করা হত। এবার থেকে কেন্দ্রীয়ভাবে পাইপ লাইনের মাধ্যমে সরাসরি রোগীদের অক্সিজেন সরবহার করা হবে। প্লান্টের কাজে নিয়েজিত সংস্থা মালদা মেডিক্যালের টেকনিশিয়ানকে প্রশিক্ষিত করে তোলেন। অক্সিজেন সরবরাহ নিয়ে করোনা আক্রান্ত রোগীর পরিজনেরা আতঙ্কে ছিলেন। এখন থেকে যা অক্সিজেনের মজুত, তাতে আর কোনও সমস্যা হবে না বলে জানিয়েছেন মালদা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।