|
---|
জাহির হোসেন মন্ডল,কলকাতা, ফের কাঞ্চনজঙ্ঘার শীর্ষে চার বাঙালি। রুদ্রপ্রসাদ হালদার,বিপ্লব বৈদ্য, শেখ সাহাবুদ্দিন, রমেশ রায়। এরা সকলেই এভারেস্ট জয়ী। ২০১৪ সালে ছন্দা গায়েনের ঘটনার পর আবারও বাংলা থেকে অভিযান হল। মোট ২১ জন ভারতীয় একটি দল অভিযানে গিয়েছিলেন। বাঙ্গালী এভারেস্ট জয়ী কুন্তল কাঁড়ার যিনি এই দলের সদস্য ছিলেন কিন্তু উনি শীর্ষে পৌঁছতে পারেন নি। পুণের একটি বড় দল ছিল তার মধ্যে। মোট ২০ জন চূড়ায় পৌঁছয়।
অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এনারা বাংলার গৌরব।