কেন্দ্র মথুরাপুরঃ তৃণমূল প্রার্থীর জয়ের হ্যাটট্রিক প্রায় নিশ্চিত

    জাকির হোসেন সেখ, ১৫মে, নতুন গতি, উস্থি: সপ্তদশ লোকসভা নির্বাচনের শেষ দফায় পশ্চিমবঙ্গের ৯টা কেন্দ্রের মধ্যে রয়েছে মথুরাপুর লোকসভা কেন্দ্র। ২০০৯ থেকে ২০১৪ এবং ২০১৪ থেকে ২০১৯ এই দুবারের ভোটে এই কেন্দ্রে লক্ষাধিক ভোটে জয়লাভ করেছেন তৃণমূলের চৌধুরী মোহন জাটুয়া। কোনো কোনো সমীক্ষায় এই কেন্দ্রে বিজেপির ভোট বাড়বে বলে আভাস দেয়া হলেও তৃনমূল প্রার্থী যে আবার জিতবেন, একথা সব সমীক্ষাতেই প্রকাশ পেয়েছে।

    ৫৪৩ টা আসনের সাত দফার লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ আগামী ১৯ মে রবিবার। প্রচারের শেষ সময় নির্দিষ্ট ছিল আগামী ১৭ই মে শুক্রবার বিকেল পাঁচটা পর্যন্ত। তার‌ই মধ্যে নির্বাচন কমিশন আজ পশ্চিমবঙ্গে ৩২৪ ধারা প্রয়োগ করে প্রচারের সময় একদিন কমিয়ে দিয়ে আগামীকাল ১৫ ই মে বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত নির্দিষ্ট করেছে। যা নিয়ে নির্বাচন কমিশনের প্রতি প্রচন্ড ক্ষোভ ব্যক্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

    ১৯ শে মে পশ্চিমবঙ্গের ৯টা কেন্দ্রের মধ্যে রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার দমদম, বারাসাত এবং বসিরহাট কেন্দ্র। কলকাতা জেলার মধ্যে রয়েছে কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ, এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে রয়েছে যাদবপুর, ডায়মন্ড হারবার, জয়নগর এবং মথুরাপুর (তপশিলী) সংরক্ষিত লোকসভা কেন্দ্র।
    মথুরাপুর লোকসভা কেন্দ্রটিতে দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন অঞ্চলের কয়েকটা বিধানসভাও এর অন্তর্ভুক্ত।

    তৃণমূল কংগ্রেস, বিজেপি, বামফ্রন্ট এবং জাতীয় কংগ্রেসের প্রার্থীদের মধ্যে চতুর্মুখী লড়াই হলেও বর্তমানে এই কেন্দ্রে কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই বললেই চলে। যদিও প্রথা অনুযায়ী চার দলই এবার জয়ের ব্যাপারে আশাবাদী।

    বিদায়ী সাংসদ তৃণমূলের চৌধুরী মোহন জাটুয়া ২০১৪ সালে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএমের রিংকু নস্করকে পরাজিত করেছিলেন। আর ২০০৯ সালে পরাজিত করেছিলেন সিপিএম প্রার্থী অনিমেষ নস্করকে। দুবারের বিজয়ী চৌধুরী মোহন জাটুয়া এখন নিশ্চিত হ্যাটট্রিকের জন্য মাঠে নেমেছেন বলে জানিয়েছেন।

    চৌধুরী মোহন জাটুয়া কংগ্রেসের নেতৃত্বাধীন দ্বিতীয় ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মন্ত্রিসভার তথ্য ও সম্প্রচার দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন। ২০০১ সালে তিনি মন্দিরবাজার বিধানসভা আসন থেকে বিধায়ক হয়েছিলেন। একসময় তিনি রাজ্য পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ছিলেন। ৮১ বছর বয়সী জাটুয়া সব নির্বাচনী সভা থেকে বলছেন, “মানুষ তাঁকে এবারও আশীর্বাদ করবেন।”

    মথুরাপুর লোকসভা কেন্দ্রে এবার বিজেপির প্রার্থী হয়েছেন শ্যামাপ্রসাদ হালদার। তিনি বলছেন, “দেশজুড়ে এবারও মোদি–হাওয়া। সেই হাওয়ার ঝাপটা এবার মথুরাপুরে‌ও। মানুষ এবার নতুন মুখ চাইছে।”
    বামফ্রন্টের শরিক দল সিপিএম এই আসনে প্রার্থী করেছে দলীয় নেতা ডাঃ শরৎ হালদারকে। আর কংগ্রেস প্রার্থী করেছে কৃত্তিবাস সর্দারকে।
    সিপিএমের প্রার্থী শরৎ হালদার বলছেন, “সুন্দরবন একসময় বামদের ঘাঁটি ছিল। এরপর তা দখল করে তৃণমূল। মানুষ তৃণমূলের অত্যাচার দেখেছে। তাই এবার মানুষ পরিবর্তন চাইছে।”
    কংগ্রেস প্রার্থী কৃত্তিবাস সর্দার বলছেন, “দেশব্যাপী এবার কংগ্রেস হাওয়া জোরদার। মানুষ ছুঁড়ে ফেলবে বিজেপিকে। ছুঁড়ে ফেলবে মোদিকে। কাছে টেনে নেবে কংগ্রেস আর রাহুল গান্ধীকে।”