মায়ের দ্বিতীয় বিবাহে শুভকামনা জানাল ইঞ্জিনিয়ার ছেলে

জাকির হোসেন সেখ, ১৮ জুন, নতুন গতি: আজ মঙ্গলবার কয়েকঘন্টার মধ্যেই কেরালার এক প্রকৌশলী যুবকের ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়ে যায় এই কারণে যে, যুবকটি তাঁর মায়ের দ্বিতীয় বিবাহের জন্য শুভকামনা জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে কেরালা রাজ্যের ওই প্রকৌশলী যুবক গোকুল শ্রীধর আজ ফেসবুকে এমন পোস্ট দেন। পোস্টে তিনি তাঁর মাকে বিবাহিত জীবনের শুভকামনার পাশাপাশি আন্তরিক ধন্যবাদও জানিয়েছেন। আর বলেছেন, এই ধন্যবাদ মায়ের আত্মত্যাগের জন্য।
সংবাদ সুত্রে জানা যাচ্ছে যে, গোকুল শ্রীধর তাঁর মায়ের বিয়ের পোস্ট দেওয়ার বিষয়ে আগে থেকে গভীরভাবে ভেবেছেন। কারণ, হিন্দু সমাজে দ্বিতীয় বিয়ে এখনো একধরনের ট্যাবু। তবুও মায়ের দ্বিতীয় বিয়ে গোপন না রেখে সবার সামনে প্রকাশ করতে চেয়েছেন গোকুল।
আর পোস্ট দেয়ার সাথে সাথেই কয়েক ঘন্টার মধ্যে তা ভাইরাল হয়ে যায়। একদিনের মধ্যে পোস্টে লাইক পড়েছে ৩১ হাজার। শেয়ার হয়েছে ৩ হাজারের বেশি।
পোস্টে গোকুল শ্রীধর তাঁর বাবার সঙ্গে মায়ের সম্পর্কের টানাপোড়েনের কথাও উল্লেখ করেছেন। বলেছেন, ‘’একদিন দেখি বাবার হাতে মার খেয়ে মায়ের কপাল থেকে রক্ত পড়ছে। জিজ্ঞেস করলাম, কেন সহ্য করছ এত নির্যাতন ? আম্মার সেই উত্তর আমার আজও মনে আছে। আম্মা বলেছিলেন, তিনি আমার জন্যই বেঁচে আছেন। আমার ভালোর জন্যই যত নির্যাতন সহ্য করতে হয় করবেন।
মায়ের সঙ্গে বাড়ি ছেড়ে বেরিয়ে আসার স্মৃতিচারণাও করেছেন গোকুল। ফেসবুকে লিখেছেন, ‘’মায়ের হাত ধরে যেদিন বাড়ি থেকে বেরিয়ে এসেছি, সেদিনই সিদ্ধান্ত নিয়েছি মাকে আবার বিয়ে দেব। জীবনের স্বর্ণালি সময়টুকু আমার জন্য উৎসর্গ করেছেন মা। তাঁর অনেক স্বপ্ন ছিল। অনেক কিছু অর্জন করার ছিল। সবকিছু ছেড়ে আমাকে ঘিরেই নিজের দুনিয়া গড়ে তুলেছিলেন মা।”
গোকুল শ্রীধর পোস্টে বলেছেন, মায়ের নতুন জীবনের জন্য তাই হৃদয় দিয়ে শুভকামনা জানালাম।