|
---|
খান আরশাদ, বীরভূম:চন্দ্রপুর থানার হিরাকুনি নামক গাড়ির সাথে বাইকের সংঘর্ষে জখম বাইক চালক জানা গেছে শনিবার দুপুর নাগাদ সিউড়ি দিক থেকে রাজনগর অভিমুখে একটি চার চাকার গাড়ি যাচ্ছিল। হীরাকুনি নামক স্থানে উল্টো দিক থেকে আসা একটি বাইকের সাথে ওই চার চাকার গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে ঘটনায় জখম হয় বাইক চালক।
ঘটনাস্থলে পৌঁছে চন্দ্রপুর থানার পুলিশ। জখম ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ক্ষতিগ্রস্ত ওই গাড়ি ও বাইকটিকে চন্দ্রপুর থানায় নিয়ে যাওয়া হয়।