|
---|
নিজস্ব সংবাদদাতা, কেশপুর:পশ্চিম মেদিনীপুর…. গ্রীষ্মের দাবদাহে স্কুলগুলো যখন ছুটি রয়েছে তখন ছাত্র ছাত্রীদের পরিবেশ সচেতনতার বার্তা দিতে এগিয়ে এলো কেশপুর ব্লকের রাউতা সূর্য তোরণ ক্লাব।স্কিল ইন্ডিয়া পরিকল্পনার অঙ্গ হিসেবে জন শিক্ষণ সংস্থা পশ্চিম মেদিনীপুর ও রাউতা সূর্যতোরণ ক্লাবের যৌথ উদ্যোগে শনিবার সকাল থেকে ক্লাবগৃহে অনুষ্ঠিত হল প্রবন্ধ রচনা ও কুইজ প্রতিযোগিতা।বিষয় ছিল বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা।
স্থানীয় ৬ টি স্কুলের চল্লিশ জন ছাত্র ছাত্রী অংশগ্রহন করে। প্লাস্টিক দূষন নিয়ে একটি স্লাইড শো অনুষ্ঠিত হয়। প্লাস্টিক দূষণের ভয়াবহতা সম্পর্কে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষক মনিকাঞ্চন রায়। এদিন ক্লাব চত্বরে বেশ কিছু মেহগনি চারা লাগানো হয় এবং উপস্থিত সমস্ত প্রতিযোগীদের একটি করে মেহগনি চারা দেওয়া হয় বাড়িতে লাগানোর জন্যে। ছ’মাস পরে এই গাছের পরিচর্যা কে কতটা করতে পেরেছে তা ক্লাবের পক্ষ থেকে তা দেখে বিশেষ পুরষ্কার দেওেয়ার কথা ঘোষণা করা হয়। জন শিক্ষন সংস্থান পশ্চিম মেদিনীপুরের পক্ষ থেকে এলাকার মহিলা পুরুষ দের স্বনির্ভর করার লক্ষ্যে ২৫ জন মহিলাকে নিয়ে ড্রেস মেকার কোর্সের প্রথম ব্যাচের ট্রেনিং আগামী ২০ শে জুন থেকে শুরু করার কথা ঘোষণা করা হয়।