|
---|
বিশ্বদীপ, দক্ষিণ দিনাজপুর –
বালুরঘাটের প্রসিদ্ধ শিল্পী রাজশ্বী গোস্বামীর তৈরী সঙ্গীত স্কুল অনুরননের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল ১৬ এবং ১৭ই ডিসেম্বর। বালুরঘাটের নাট্যমন্দির মঞ্চে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো।দুই দিনের এই অনুষ্ঠানে এই স্কুলের ৬৫ জন ছাত্র ছাত্রী অংশ গ্রহণ করে। প্রথম দিনের অনুষ্ঠানে এই স্কুলের ছাত্রছাত্রীরা বাংলা গানের মাধ্যমে দর্শক দের মন জয় করে। এবং দ্বিতীয় দিনে হিন্দী গানের মধ্যে দিয়ে দর্শক দের মন জয় করে নেয়। পুর্ণপ্রেক্ষাগৃহে এই অনুষ্ঠানে অংশ গ্রহন করে খুসী স্কুলের ছাত্রছাত্রীরা। এবিষয়ে স্কুলের কর্নধার রাজস্বী গোস্বামী জানান আমাদের এই স্কুল গত পনেরো বছর ধরে চললেও গত পাঁচ বছর ধরে আমরা এই আয়োজন করে আসছি। এবং প্রতিবছরই এই অনুষ্ঠানে দর্শক দের অভুতপুর্ব সারা আমরা পেয়ে থাকি।