লরির ধাক্কায় মৃত্যু ব্যবসায়ীর, পথ অবরোধ সাহাপুরে

লরির ধাক্কায় মৃত্যু ব্যবসায়ীর, পথ অবরোধ সাহাপুরে

    নতুন গতি, সাহাপুর: লরির ধাক্কায় এক ব্যবসায়ীর মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল পুরাতন মালদার সাহাপুরের চর কাদিরপুর এলাকায়। ওই একই এলাকায় বারবার দুর্ঘটনা ঘটতে থাকায় ট্রাফিক পুলিশের দাবি তুলে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম নন্দলাল সাটিয়ার (৬০)।তিনি পেশায় লেদ ব্যবসায়ী। সাহাপুর বাজারপাড়ার বাসিন্দা তিনি। বৃহস্পতিবার চরকাদিরপুর বাইপাসের কাছে রাস্তার ধারে বোনের বাড়ি থেকে পাঠানো চালের বস্তা নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন তিনি। তখন মালদা থেকে নারায়ণপুরগামী একটি লরি তাকে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে ওই একই এলাকায় বারবার দুর্ঘটনা ঘটতে থাকায় ট্রাফিক পুলিশের দাবিতে এদিন পথ অবরোধ করেন এলাকার মানুষ। দুদিন আগেই সেখানে পথ দুর্ঘটনায় দু’জন মারা গেছিলেন। বুধবার সকালেও একই জায়গায় লরির ধাক্কায় এক খালাসির মৃত্যু হয়। মানিক মণ্ডল নামে এক অবরোধকারীরা জানান, ” গত এক মাসে এই এলাকায় পথ দুর্ঘটনায় প্রায় পাঁচজন মারা গেছে। তবুও পুলিশের হুঁশ ফেরেনি। আমরা চাই এখানে অবিলম্বে ট্রাফিক পুলিশের ব্যবস্থা করা হোক।” এদিকে ওই ঘটনায় মৃত ব্যবসায়ীর পরিবারে শোকের ছায়া নেমে আসে। পরেশ দাস নামে লেদ কারখানার এক কর্মী বলেন,” পতিরামে বোনের বাড়ি থেকে পাঠানো চাল নেওয়ার জন্য নন্দলালবাবু রাস্তার ধারে অপেক্ষা করছিলেন। সে সময় একটি লরি তাকে ধাক্কা দেয়। ওই জায়গায় এর আগেও অনেক দুর্গ ঘটেছে। তবু টনক নড়েনি কারও।”