|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান:
পূর্ব বর্ধমা মঙ্গলকোট ব্লকে শুরু হল ছাত্র- যুব উৎসব।ছাত্র- যুব উৎসব চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত ।এই ছাত্র -যুব উৎসবের সূচনা করলেন কাটোয়া মহকুমাশাসক সৌমেন পাল ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঙ্গলকোট ব্লক আধিকারিক মোস্তাক আহম্মেদ, পূর্ত কর্মদক্ষ মুন্সি রেজাউল হক, জনস্বাস্থ্যের কর্মদক্ষ মেহবুব চৌধুরী, সহ পঞ্চায়েত সমিতির অন্যান্য কর্মদক্ষ রা। যুব কল্যাণ দপ্তর এর আধিকারিক সাবির চৌধুরী জানিয়েছেন আজ প্রাকৃতিক বিপর্যয়ে থাকলেও মঙ্গলকোটের বহু এলাকা থেকে প্রতিযোগি অংশগ্রহণ করেছে বিভিন্ন ইভেন্টে। নাচ, গান, তাৎক্ষণিক বক্তৃতা, কবিতা, আবৃতি এই সমস্ত ইভেন্টে হচ্ছে প্রতিযোগিতা। এই ছাত্র উৎসব থেকে যে সমস্ত প্রতিযোগী প্রথম স্থান অধিকার করবে তারা পূর্ব বর্ধমান জেলায় অংশগ্রহণ করতে পারবে। কাটোয়ার মহকুমাশাসক সৌমেন পাল জানান, এই ছাত্র যুব উৎসব থেকে নানান প্রতিভা উঠে আসে। তারই লক্ষ্যে আমরা এই ছাত্র যুব উৎসব আয়োজন করেছি।