|
---|
আজিজুর রহমান,গলসি : গলসির মিঠাপুর শ্রীদূর্গা উচ্চ বিদ্যালয়ে স্কুলের পরিকাঠামোর উন্নয়নে প্রধান শিক্ষক ইমদাদুল হক মল্লিকের ভুমিকায় খুশি স্কুল পরিচালন সমিতি থেকে স্কুলের অভিভাবকরা। তার অনুরোধে গ্রামের মানুষরা স্কুলকে খেলার মাঠ নির্মাণ করতে জমি দান করেছেন কয়েকমাস পূর্বে। এবার আর অনুরোধে স্কুলের গেটে বিদ্যাসাগরের একটি আবক্ষ মুর্তি স্থাপন করা হল। মুর্তিটি দান করেছেন প্রাক্তন শিক্ষক মানিকলাল বন্দ্যোপাধ্যায়ে এর স্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার পুত্র মনোতোষ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে ওই মুর্তির উন্মোচন করা হয়। এদিকে সুন্দর এই দিনটিকে স্মরন রাখতে স্কুলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন প্রধান শিক্ষক ইমদাদুল হক মল্লিক। যেখানে স্কুলে ছাত্র ছাত্রীরা আবৃত্তি, নাটক, গান ও নৃত্য পরিবেশন করে। তাছাড়া এদিন স্কুলের প্রাক্তন শিক্ষকদের স্মারক সম্মান প্রদান করা হয়। পাশাপাশি এলাকার সাংবাদিকদের সম্মাননা জ্ঞাপন করা হয়। প্রাক্তন স্কুল পড়ুয়া কৌশিক সাম বলেন, আমি এই স্কুলের ছাত্র। তাছাড়া আমার বাবা স্কুলের শিক্ষক ছিলেন। ইমদাদুল হক মল্লিক স্যার প্রধান শিক্ষক হয়ে যোগদানের পর স্কুলের মানকে অনেক উন্নত করেছেন। এই পাঁচ বছরে পড়াশোনার পাশাপাশি স্কুলের পরিকাঠামোর বিস্তর উন্নয়ন হয়েছে। তার কর্মযোগ্য দেখে গ্রামের মানুষরা স্কুলকে খেলার মাঠ নির্মান করতে জমি দান করেছেন। আমিও সবসময় স্কুলের ও স্কুলের পড়ুয়াদের পাশে আছি।