|
---|
নিজস্ব সংবাদদাতা : ১৪ জানুয়ারি, দিদির সুরক্ষা কবচের অঞ্চলে অঞ্চলে প্রচারকার্যের প্রথম কর্মসূচি হিসাবে ১৩ জানুয়ারি আশীর্বাদ প্রার্থনা করা হয়। এই প্রচারকার্যের প্রারম্ভে দলের নেতাকর্মীরা আমাদের আচার-সংস্কৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে বাগিলা অঞ্চলের তক্তিপুরে পবিত্র মাজার পরিদর্শন করেন। গ্রামীণ বাংলার রীতি-নীতি, সংস্কৃতির প্রতি বিশেষ শ্রদ্ধা জানাতে এইরকম একটি কর্মসূচি দিয়ে গোটা প্রচারকার্য শুরু করা হয়। উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য ও মেমারি ১ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মহঃ শাজাহান ও অঞ্চলের কর্মীবৃন্দ ও নেতৃত্বগণ।।