|
---|
প্রকাশিত হল ‘অনুভব’ সাহিত্য পত্রিকা
নিজস্ব প্রতিবেদক, নতুন গতি : ২০২০ -এর এমন খারাপ সময়েও আলগ্ন গোধূলিতে ‘অনুভব’ পত্রিকা প্রাচীন জনপদ গঞ্জ শহর জিয়াগঞ্জে ‘মর্নিং গ্লোরী স্কুল’-এর দ্বিতল সাংস্কৃতিক বিনোদন কক্ষে ১২ বছর অর্থাৎ এক যুগ ছুঁয়ে দিল। পত্রিকা অন্যান্য বছরের মতোই কভিড ১৯ এ সন্ত্রাসী কালখন্ডে প্রকাশে সমস্ত বিপন্নতার কাছে হার না মেনে যথারীতি প্রকাশ পেলো । সঙ্গে সাক্ষী রইলো একটি রমণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সভাপতিত্বে ছিলেন অধ্যাপক ড.প্রীতিকুমার রায়চৌধুরী এবং প্রধান অতিথিরূপে বিশিষ্ট কবি ও প্রকাশক ‘আকাশ’ অভিজিৎ রায়। সম্পাদক সমীর ঘোষ পত্রিকাটি তুলে দেন সভাপতির হাতে এবং একই সাথে শহরের পত্র-পত্রিকার পূর্বাপর ইতিহাসও আলোচনা করেন। ‘অনুভব’ এর এবারের বিশেষ বিষয় ‘রাজনীতির আঙিনায় জিয়াগঞ্জ আজিমগঞ্জ’। লিখেছেন যথাক্রমে ড.বিষাণকুমার গুপ্ত, প্রকাশ দাস বিশ্বাস, অনল আবেদিন,ও রমাপ্রসাদ ভাস্কর। এছাড়াও বেশকিছু কবিতা ছোটগল্প প্রবন্ধও প্রকাশ পেয়েছে। ।কবি অভিজিৎ রায় উল্লেখ করেন এখানকার একমাত্র এই পত্রিকাটি কেন শহরবাসীর গর্বের । স্থানীয় কবি সোমা দে-র কাব্যগ্রন্থ ‘নির্জনে ছায়া ফেলে’ এ অনুষ্ঠানেই প্রকাশ পায়। স্বরচিত কবিতা ছাড়াও একাধিক আবৃত্তি ও সংগীত পরিবেশিত হয়। বিশিষ্ট লোক গায়িকা হৈমন্তী সরকারকে ‘অনুভব’ পত্রিকার তরফে সংবর্ধনা জানানো হয়। কিশোর শিল্পী অনুভব ঘোষ গীটার বাজিয়ে শোনান।