|
---|
আজিম শেখ : ছবিটি তোলা হয়েছে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ। এটি কোন প্রত্যন্ত গ্রামাঞ্চলের ছবি নয় ! এটি মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের ছবি। এখান থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যে থাকেন স্বয়ং জেলা শাসক, সদর মহকুমা শাসক এবং অপরাপর পদস্থ অধিকারিকগণ। অথচ বহরমপুর শহরের সিংহদুয়ার হিসেবে খ্যাত চুয়াপুর রেলগেটে ফ্লাইওভার নির্মাণের অজুহাতে তিন বছরের বেশি সময় ধরে চলছে এই পথ-দুর্ভোগ। এ নিয়ে প্রভাবশালী দৈনিক সংবাদপত্র, স্থানীয় সংবাদপত্র ও সোশ্যাল মিডিয়ায় বিস্তর লেখালেখি হয়েছে। কিন্তু প্রশাসনের কানে জল ঢোকেনি। ঢোকেনি, কারণ ভুক্তভোগী মানুষেরা ভীষণ সহনশীল, বেজায় নির্বিকার!জেলা শাসকের সদিচ্ছা থাকলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল সহ তিন-তিনটি ডিগ্রি কলেজের নিকটস্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পথটিকে রাতারাতি চলনসই করে দিতে পারেন। কিন্তু তা যখন দিচ্ছেন না তখন তাঁকেই দেওয়া হোক পথশ্রী পুরস্কার!
ছবি :-চন্দ্র প্রকাশ সরকার