|
---|
সংবাদদাতা :আসানসোল লোকসভা কেন্দ্রের জামুড়িয়ার নিমশা প্রাথমিক বিদ্যালয়ে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত তম জন্ম দিবস উপলক্ষে বিদ্যাসাগর সপ্তাহ পালন শেষে আজ জন্ম দিবস পালন করা হয়। বিদ্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান শিক্ষক সঞ্জিত রায় ও রূপসী লাহিড়ি, সোমা ঘোষ, প্রিয়া সাধু, গন্ধরানি ঘোষ প্রমুখ শিক্ষিকা গণ বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করেন। অনুষ্ঠানে আলোচনা সভা, অঙ্কন ও প্রবন্ধ প্রতিযোগিতা হয়। অঙ্কনে ” আমাদের বিদ্যাসাগর ” এ প্রথম হয়, নার্গিস খাতুন, দ্বিতীয় – সিদ্দিকা কাজী, তৃতীয় – কূলসুমা খাতুন । অঙ্কন-বিষয় ” বিদ্যাসাগরের ছেলে বেলা ” প্রথম স্থান অধিকার করে, দীপা বাদ্যকর, দ্বিতীয় – মর্জিনা খাতুন, তৃতীয় – নাজনীন খাতুন ।প্রবন্ধ প্রতিযোগিতায় ” বিদ্যাসাগরের ছেলাববেলা” বিষয়ে প্রথম হয়, নাজনীন খাতুন, দ্বিতীয় – জাশমিন খাতুন এবং তৃতীয় হয় দীপা বাদ্যকর। আলোচনা সভায় অংশ নিয়ে প্রধান শিক্ষক সঞ্জিত রায় বিদ্যাসাগরের জীবন ও কর্মের ওপর সংক্ষিপ্ত আলোচনা করেন। অনুষ্ঠানে শিক্ষক – শিক্ষিকা, ছাত্র – ছাত্রী ছাড়াও স্থানীয় পঞ্চায়েত উপ প্রধান তরুণ গড়ি,পঞ্চায়েত সদস্য সেখ সুবেদ আলি, বিশিষ্ট সমাজসেবী লাল্টু কাজী, অভিভাবক প্রতিনিধি বাপ্পা কাজী প্রমুখ উপস্থিত ছিলেন। লাল্টু কাজী বলেন, ভারত বর্ষের বর্তমান পরিস্থিতিতে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের সমাজ সংস্কার, দেশের মঙ্গলে তাঁর চিন্তা – চেতনা আজও আমাদের পাথেয়। বাপ্পা কাজী জানান, কচিকাঁচাদের প্রবল উৎসাহে আজকের সংক্ষিপ্ত অনুষ্ঠান উৎসবের আকার নেয়।