|
---|
ফাজল-এ-এলহী : মুর্শিদবেদের কান্দি শহরে বিদ্যাসাগরের জন্ম দ্বীশতবর্ষ উদযাপন করলো “কান্দি মহকুমা বিদ্যাসাগর দ্বীশতবর্ষ উদযাপন কমিটি”প্রভাতফেরীর মাধ্যমে,ধর্মীয় কুসংস্কারমুক্ত সমাজ গঠনে বিদ্যাসাগরের অদর্শ ও চিন্তাধারায় একমাত্র দেশ ও সমাজ গঠনের একমাত্র পথ ।অপসংস্কৃতি নিয়েও আলোচনা করা হয়েছে । আগামীতে বিদ্যাসাগর এর ভাবমূর্তি নিয়ে হবে বিশেষ বিশেষ কর্মসূচি,সুখেন হালদার ও রাজকুমার সংবাদ মাধ্যম কে জানান ।