|
---|
সংবাদদাতা : আজ জি ডি চ্যারিটেবল সোসাইটি আর্থিক সহযোগিতায় খানাকুল থানার ছটি মসজিদের ইমাম সাহেবদের রেফারেন্সে ২০০ প্যাকেট ইফতার সামগ্রী দেওয়া হল আগামী এক সপ্তাহ দেওয়া চলবে মসজিদের ২০০ ইমাম সাহেবদের কুড়ি জন করে পাঠানোর জন্য বলা আছে আপাতত ৪০০০ প্যাকেট দেওয়া হবে আগামীতে আরো বাড়ানো হবে ইনশাআল্লাহ। শংকরপুর গনেশপুর পোল গণশা মসজিদের রেফারেন্সে আজ উপস্থিত ছিল আমরা ৮০০০ ত্রাণ সামগ্রী দিয়েছি। আগামী এক সপ্তাহ পর আবার ত্রাণসামগ্রী দেওয়া চলবে নাবাবিয়া মিশনের সম্পাদক শেখ শাহিদ আকবার জানান জিডি চ্যারিটেবল সোসাইটি কর্ণধার মোস্তাক হোসেন সাহেব ও শরীফ হোসেন সাহেব মোশরেফা হোসেন সাহেব মোতাহার হোসেন সাহেব সহ সমস্ত সহৃদয় ব্যক্তিদের কৃতজ্ঞতা জানান তিনারা
সহযোগিতার হাত না বাড়িয়ে দিলে অসহায় মানুষদের কাছে পৌঁছাতে পারতাম না সুন্দরভাবে পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছেন সর্বদায় করছেন খানাকুল থানার অফিসার ইনচার্জ মাননীয় অনিল কুমার রাজ মহাশয় আজকেও সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন। আজ উপস্থিত ছিলেন শেখ শাহিদ আকবার মোসলেম খান আবু জাফর শিবপ্রসাদ কইলা সেলিম বাদশা মুজিবর রহমান সেলিম মন্ডল শেখ জামাল উদ্দিন তামিম আহ্মেদ সহ বিশিষ্টজনেরা সকলে ভাল থাকুন সুস্থ থাকুন সরকারি নিয়ম মেনে চলুন ডাক্তারবাবুদের পরামর্শ নিন।