|
---|
সেখ জাহির আব্বাস,বর্ধমান : বর্ধমান-২ ব্লকের ঘাটশিলা গ্রামে প্রায় ২০০ জন মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ মেহবুব মন্ডল, পঞ্চায়েত সদস্য নজরুল সেখ, যুবনেতা সাইফুদ্দিন আমেদ প্রমুখ। লক ডাউনের মাঝে কাজহারা মানুষ ইফতার সামগ্রী পেয়ে উদ্যোক্তাদের কৃতজ্ঞতা জানান। নিশীথবাবু বলেন, এই সময় মানুষের পাশে দাঁড়ানোটাই আমাদের একমাত্র কর্তব্য। মেহবুব সাহেব উপস্থিত সকলকে রমজানের আবেগ ভুলে জীবন বাঁচাতে সরকারি নির্দেশিকা অক্ষরে অক্ষরে পালনের অনুরোধ জানান।
—————————–