|
---|
নিজস্ব সংবাদদাতা : আসানসোল লোকসভা কেন্দ্রের নিমশায় কবি নজরুল সংঘের সদস্যরা দুঃস্থদের মধ্যে ইফতার সামগ্রী পৌঁছে দিল বাড়ি বাড়ি। করোনা আবহে মানুষের রুজি রোজগার কার্যত বন্ধ। সমস্যার মধ্যে পড়েছেন খেটে খাওয়া মানুষ। কবি নজরুল সংঘ পরিস্থিতির কথা ভেবে ইতিপূর্বে শতাধিক মানুষকে খাদ্য সামগ্রী প্রদান করেছে। এদিনও ষাট জন রোজাদারের বাড়িতে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার মতো মহতি কাজ করে কবি নজরুল সংঘ। সংঘের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনেও এইভাবে তারা মানুষের পাশে থাকবেন। স্থানীয় মানুষ কবি নজরুল সংঘের এই উদ্যোগের প্রশংসা করেন।