|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান:
পূর্ব বর্ধমানের কাটোয়া ১নং ব্লকের চন্দ্রপুর কলেজর পক্ষ থেকে প্রতিবছর ন্যায় এবারও সরস্বতী পূজা পরেরদিন মঙ্গলবার অন্নকূট আয়োজন করা হয়। চন্দ্রপুর কলেজ তৃনমূল ছাত্রপরিষদের ব্যবস্থাপনায় এই অন্নকূটের আয়োজন। কয়েকশো কলেজপড়ুয়া এই অন্নকূটে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল ডাঃ কার্তিক চন্দ্র সামন্ত, কলেজের জিএস শেখ মোক্তার।