মুরার‌ই থানায় কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের  চেক বিলি

মহম্মদ রিপন , মুরারই

    কৃষকদের জীবনের গ্যারান্টি তাদের জমি, তাদের ভবিষ্যত্‍ জীবনকে সুরক্ষিত করার জন্য বাংলার সরকার অ্যাসিওরেন্স মডেল তৈরী করছে। ১৮ বছর থেকে ৬০ বছর পর্যন্ত যদি কোনও কোনও কৃষক বা খেত মজুর মারা যান, সে স্বাভাবিক মৃত্যু হোক বা দুর্ঘটনায় মৃত্যু হোক, তাঁর পরিবার যাতে অসহায় না হয়ে যায়, সেজন্য আমাদের সরকার সেই কৃষক পরিবারকে দু লক্ষ টাকা করে দেবে। রাজ্যে প্রায় ৭২ লক্ষ কৃষক ও খেত মজুর পরিবার আছে। এই প্রকল্পের নাম কৃষক বন্ধু। মঙ্গলবার মুরার‌ই 1 নম্বর ব্লকের কৃষকদের হাতে চেক তুলে দেন মুরার‌ই পঞ্চায়েত সমিতির সভাপতি শাহনাজ বেগম, উপস্থিত ছিলেন মুরার‌ই ব্লক সভাপতি বিনয় কুমার ঘোষ, গোলাম রসূল ও অন্যান্য নেতৃত্ববৃন্দ।

    ব্লক সভাপতির কথায় পশ্চিমবঙ্গ সরকার সবসময়ই কৃষকদের সাথে আছে এবং আমরা চাই পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের মধ্যে সেরার সেরা শিরোপা ধরে রাখুক।এই প্রকল্পে প্রতি বছর রাজ্য সরকার যে কোনও একটা চাষের জন্য দু ক্ষেপে একর পিছু পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে। এ রাজ্যে ছোট জমির পরিমাণ বেশী। জমি ছোট হলে, একরের অনুপাতে টাকা পাবে। এই প্রকল্পের টাকা জানুয়ারি থেকেই হিসেব শুরু হবে, ফেব্রুয়ারি থেকে আবেদন করতে পারবে। এর আগে রাজ্য সরকার কৃষকদের খাজনা মুকুব করেছে। মিউটেশন ফি মুকুব করেছে। জমির মিউটেশন অনলাইন করা হয়েছে। বাণিজ্যের সহজিকরণে দেশের সেরা বাংলা।