|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ২ ব্লকের কালিন্দী ৮ নং অঞ্চলের দাদন পাত্রবাড় পুর্ব গ্রামে ৯০ টি পরিবারের হাতে ত্রাণ তুলে দেওয়া হলো। শুভ সূচনা করেন প্রধান উপদেষ্টা গোপাল সাহা মেদিনীপুর শহরে সকাল ৭ টায়। সদস্যরা গ্রামে পৌঁছায় বেলা ১২ টায়। ত্রাণ দেওয়ার কাজ ও এলাকা পরিদর্শন এর কাজ চলে বেলা ৩ টা পর্যন্ত। কাজে সহযোগিতা করেছেন দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের সদস্যরা।
এদিন উপস্থিত ছিলেন সমাজকর্মী ঝর্না আচার্য, মৎস্যজীবী ফোরামের জেলা সভাপতি
সুজয় জানা, দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক শ্রীকান্ত দাস এবং ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিরেক্টর ডঃ শান্তনু পাণ্ডা, সম্পাদিকা পারমিতা সাউ, সদস্য রাকেশ দাস, রত্না দে, ডঃ বিদ্যুত ভট্টচার্য, পিন্টু সাউ, সোভন রানার, মুক্তি গিরি, সোমা দাস, অনিশ সাউ , অপর্না দাস সহ অন্যান্যরা।