|
---|
রাজ্যে প্রথম কোভিড-১৯ নমুনা পরীক্ষার আধুনিক ল্যাব তৈরি হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজে
নতুন গতি ওয়েব ডেস্ক: করোনা আক্রান্তের নমুনা পরীক্ষার রিপোর্ট পূর্ব বর্ধমান জেলায় আসতে দেরি হচ্ছে। ফলে চিকিৎসার ক্ষেত্রেও সমস্যার সৃষ্টি হচ্ছে বলেই জানিয়েছে জেলা প্রশাসন। আর এবার এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য খোদ বর্ধমান শহরেই করোনার রেপিড টেস্ট করার উদ্যোগ নিলো জেলা প্রশাসন। স্বাভাবিকভাবেই করোনা টেস্টের জন্য কলকাতার ওপর নির্ভরশীল থাকার দিন শেষ হতে চলেছে বলেই মনে করছেন চিকিৎসক থেকে প্রশাসনের আধিকারিকরা। আগামী এক সপ্তাহের মধ্যেই খোদ বর্ধমানেই হবে রোনার রেপিড টেষ্ট। সেক্ষেত্রে কলকাতায় কেন্দ্রীয় সরকারের নাইসেডের অপেক্ষায় আর থাকতে হবে না পূর্ব বর্ধমান জেলাকে।
রাজ্যের মধ্যে প্রথম পূর্ব বর্ধমান জেলা প্রশাসন তথা বর্ধমান মেডিকেল কলেজ এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জুলোজি বিভাগের যৌথ উদ্যোগে যুদ্ধকালীন তৎপরতায় তৈরী হচ্ছে করোনার রেপিড টেষ্ট ল্যাব। এদিন জেলাশাসক বিজয় ভারতী, বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষা ডা. সুহৃতা পাল, রাজ্য এক্সপার্ট কমিটির অন্যতম সদস্য ডা. অভিজিত চৌধুরী সহ জেলা প্রশাসনের আধিকারিকরা পরিদর্শন করলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জুলোজি বিভাগ।
উল্লেখ্য, এই বিভাগের অধ্যাপক প্রফেসর অনুপম বাসুর তত্ত্বাবধানেই রয়েছে করোনা সংক্রান্ত রেপিড টেষ্টের সেই মূল্যবান যন্ত্র আর্টিফিসিয়ার। যা চলতি সময়ে বাজারে অমিল। কিন্তু বর্তমান করোনা উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় এবার রীতিমত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জুলোজি বিভাগ। বর্ধমান মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ের মধ্যে তৈরী করা হচ্ছে করোনা সংক্রান্ত পরীক্ষাগার। ড. অনুপম বাসুর সঙ্গে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনাও করেন জেলা প্রশাসনের কর্তারা।