বাগনানের চা প্রেমিককে চা দিয়ে ভাই ফোঁটা দিলেন তারকেশ্বরের আহেদা খাতুন।

লুতুব আলি : হাওড়ার বাগনানের ভূমি পুত্র চন্দ্রনাথ বসু গাছ কাকু নামে পরিচিত। এছাড়াও তিনি একাধিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মধ্য দিয়ে সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার কাজে নিজেকে নিয়োজিত রাখেন। গতকাল ছিল ভাই ফোঁটা। তাই হুগলির তারকেশ্বর থেকে ছুটে এসেছিলেন আহিদা খাতুন। বিশিষ্ট সমাজসেবী চন্দ্রনাথ বসু কে তিনি চা দিয়ে ভাইফোঁটা দিলেন। উল্লেখ্য, চন্দ্রনাথ বাবু সারাদিনে ৪০ থেকে ৫০ কাপ চা খান। চা তাঁর জীবনে অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করেন। এম এ পড়ুয়া আহেদা খাতুন তাই চা দিয়ে চন্দ্রনাথ বাবুকে ভাইফোঁটা দিলেন। এই ফোঁটার কথা জানতে পেরে অনেকে বলছেন, এই ভাই ফোঁটা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির। চন্দ্রনাথ বাবু যেকোনো অনুষ্ঠানে গাছ দিয়ে লৌকিকতা সারেন। এছাড়াও তিনি সামাজিক বনসৃজনেরও একাধিক কর্মসূচি নিয়ে থাকেন। চন্দ্রনাথ বাবু বলেন, ছেলেবেলা থেকেই বেশি চা খাওয়া অভ্যাস। এই ধারা কে তিনি আজও ধরে রেখেছেন। তিনি তাঁর পরিবার ও শুভানুধ্যায়ীদের কাছে বলে রেখেছেন তাঁর মৃত্যুর পর সমাধিক্ষেত্রের কাছে যেন এক কাপ চা রেখে দেওয়া হয়। এটাই তাঁর জীবনের শেষ ইচ্ছা।