ভাষা ও চেতনা সমিতির গনবোন ফোঁটা ও ইনভাইট ফোঁটা

আয়ুব আলি, উওর২৪ পরগনা- ভ্রাতৃ দ্বিতীয়ায় গনবোন ফোঁটা ও ইনভাইট ফোঁটা র আয়োজন করে, মানিকতলা খালপাড় এ পথশিশু ও সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ভাষা ও চেতনা সমিতির পরিচালিত পাঠশালায় ভ্রাতৃ দ্বিতীয়ায় উৎসবে উৎসবে মেতে উঠেছিল প্রায় ২৩১জনের মত অসহায় পড়ুয়া। ২০১৬ সালে এই সংস্থা শুরু করেছিল সুন্দরবনের এক বাঁশবাগানে তারপর মানিকতলা খালপাড় এ প্রতি বছর চলছে ৮ বছর ধরে ভাষা ও চেতনা সমিতি গরীব অসহায় শিশুদের নিয়ে বিভিন্ন উৎসবে মেতে ওঠে। এই সমস্ত পড়ুয়াদের নিয়ে শিক্ষা বিস্তারের কাজ করছে এই সমিতি নীরব বিপ্লববের মতো। এদিনের অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী শাহিদুল আলম,ড: মমতাজ সঙ্ঘ মিত্রা,লেখক গবেষক বিশেনদু নন্দ,আশিষ দাস,আকিকুল ইসলাম,অনুরুপ দেব,সুতপা দেব,পারমিতা রায়, আদিত্য রায়,মৃনাল মনডল,সমিরন মনডল , চন্দন বর্ধন প্রমুখ। সামগ্রিক ব্যবস্থাপনা ও পরিচালনা য় ছিলেন ভাষা ও চেতনা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ইনামুল হক।