|
---|
রোদ্দুর ইসলাম : খালেরপুল (মাছখান্ডা) ২৩ ফেব্রুয়ারী
সংহতি যুব মিশনের উদ্যোগে আয়োজিত প্রথম বছরের সংহতি উৎসব অনুষ্ঠিত হয় ২১-২৪ ফেব্রুয়ারি।২৩ফেব্রুয়ারি সংহতি যুব মিশন এবং দক্ষিণ দামোদর সাহিত্য সংস্কৃতি পরিষদ এর যৌথ উদ্যোগে বৈকালিক এক মহতী কবি-সন্মেলনের আয়োজন করা হয়। আয়োজকদের পক্ষে নাজমুল হক, সনাতন দাস,সেখ রাহুল আজম,সেখ আরসাদ আলি, রেজাউল করিম, কাজী জয়নাল আবেদিন প্রমুখের উপস্থিতিতে প্রায় অর্ধশতাধিক কবি স্বরচিত কবিতা পাঠ করেন।সেখ হাসানুজ্জামান, ডাক্তার সদরুল আলম, কাজী জুলফিকার আলি, মহম্মদুল হক,সৈয়দ আতাউর রহমান, সুফি রফিক উল ইসলাম, সেখ মাসুদ করিম, মোমিনুল ইসলাম, আকবর আলি, ফজলুল হক, আসগর হোসেন, উত্তম কর্মকার, স্বপন কুমার মন্ডল, হারুন অল রশিদ, ভাস্কর দাস, বিকাশ যশ,বুদ্ধদেব পন্ডিত, দুর্গাপদ রায় ,তরুণ কান্তি মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।