|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ৫০০০ পড়ুয়ার হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন ”এটা শিক্ষার একটা নতুন দিগন্ত। গতবছর সরকারে আসার আগে এটা আমাদের প্রতিশ্রুতি ছিল। এখানে সরকারই হল গারান্টার। অনেকেই পড়াশোনার জন্য লোন পায় না। কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য ইতিমধ্যেই ২০ হাজার পড়ুয়ার লোন ছাড়পত্র পেয়েছে। যার অর্থমূল্য ১৫৪২ কোটি টাকা। আরও ২৫ হাজার পড়ুয়া ছাড়পত্র পাবে। আমরা যখন ছোট ছিলাম, তখন আমরা কোন সুযোগ পাইনি, কিন্তু আমরা চাই না এখনকার ছাত্রছাত্রীরা সেই অসুবিধা ভোগ করুক।”
তিনি আরো জানান “ইতিমধ্যেই ১ হাজার ৫৪২ কোটি টাকা অনুমোদন হয়ে গিয়েছে। যতক্ষণ না আমাদের সরকার এসেছে ততক্ষণ শিক্ষা ব্যবস্থার কোনও উন্নতি হয়নি বাংলায়। দেশ গঠনের ক্ষেত্রে ছাত্রদের ভূমিকা গুরুত্বপূর্ণ। ছাত্রছাত্রীদের যেরকম ট্যাব দেওয়া হচ্ছে আগামী দিনেও দেওয়া হবে। সাইকেল দেওয়া হবে। সাধারণ পরিবারের ছেলে মেয়েদের উচ্চশিক্ষার জন্য ব্যবস্থা করে দিয়েছে একমাত্র তৃণমূল কংগ্রেস সরকার। এখন স্কুলছুটের সংখ্যাও কমেছে।”
এরপরই ব্যাংকগুলির উদ্দেশ্যে তিনি জানান “আমি অনুরোধ করবো সব ব্যাংকগুলোর কাছে, যদি আপনারা টাকা না রিলিজ করেন, তাহলে কোন গ্রোথ হবে না। বাকি ব্যাংকগুলোকেও বলব এই প্রকল্পে আসার জন্য। বাংলার ছেলেরা মাথা নিচু করে চলে না, মাথা উচু করে চলে।”
এরপরই তিনি গর্জে ওঠেন। সরাসরি কড়া বার্তা দিয়ে তিনি জানান “বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিকে বলব কেউ কেউ অডিট রিপোর্ট চাইছে। একমাত্র সরকার অডিট রিপোর্ট চাইতে পারে। কেউ কেউ হুমকি দিচ্ছে বলে খবর পাচ্ছি। ব্যাংকগুলিকে অনুরোধ করব, যাতে ওরা বেশি করে লোন দেয়।”