|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: ফের প্রশংসা অর্জন করলেন হিজাব বিতর্কের প্রতিবাদী মুখ মুসকান খান! তবে এবার তিনি এই প্রশংসা কুঁড়োলেন আল-কায়দা জঙ্গি গোষ্ঠীর শীর্ষনেতা আয়মান আল-জাওয়াহিরির থেকে।
একটি ভিডিওতে আল-কায়েদার শীর্ষনেতা প্রশংসা করেন মুসকানের। আল কায়দার ‘আস-সাহাব মিডিয়া’ প্রকাশ করেছে ভিডিওটি। ভিডিওটির থাম্বনেল ও পোস্টারে লেখা রয়েছে ‘ভারতের মহীয়সী’।
ভিডিওতে তিনি মুসকানের সাহসের প্রশংসার পাশাপাশি ভারতে মুসলিমদের প্রতি অন্যায় আচরণের অভিযোগ তুলে মোদি সরকারকে কাঠগড়ায় তুলেছেন এবং ইজিপ্ট ও মরক্কোর হিজাব নীতিরও সমালোচনা করেছেন।
উল্লেখ্য, লাদেনের মৃত্যুর পর থেকে আল কায়দার মসনদে বসেছিল জাওয়াহিরি। দীর্ঘদিন ধরেই গুজব ছিল জাওয়াহিরি হয়তো বেঁচে নেই। এবার সেই সব গুজব উড়িয়ে প্রকাশ্যে এল জঙ্গি নেতার ভিডিও।