বিল বিতর্কে এবার সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি এবং কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান

দেবজিৎ মুখার্জি: বিল বিতর্কে এবার সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি এবং কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান। তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবিকে সুপ্রিম কোর্টের প্রশ্ন, “তিন বছর ধরে রাজ্যপাল কী করছিলেন?” প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চের পর্যবেক্ষণ, “তামিলনাড়ু বিধানসভা আবার ১০টি বিল পাশ করিয়েছে। দেখা যাক, রাজ্যপাল এবার কী পদক্ষেপ করেন।”

    অন্যদিকে, কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খানের বিরুদ্ধে সিপিএম সরকারের করা মামলায় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ কেন্দ্রীয় সরকারের জবাব তলব করে সোমবার। কেরলের রাজ্যপাল সাতটি বিল আটকে রেখেছেন বলে অভিযোগ।