কেন্দ্রের তিন ফৌজদারি আইনের ক্ষেত্রে হিন্দি নাম ব্যবহারে নেই আপত্তি

দেবজিৎ মুখার্জি: কেন্দ্রের আনা নতুন তিন ফৌজদারি আইনের – ইন্ডিয়ান পেনাল কোড (ভারতীয় ন্যায় সংহিতা), কোড অফ ক্রিমিন্যাল প্রসিডিউর (ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা) এবং এভিডেন্স অ্যাক্ট (ভারতীয় সাক্ষ্য আইন) – ক্ষেত্রে ইংরাজির বদলে হিন্দি নাম ব্যবহার করলেও আপত্তি নেই। সংসদীয় কমিটির বক্তব্য, স্বরাষ্ট্রমন্ত্রক যে নতুন তিন আইন তৈরি করেছে সেই তিন আইনের নাম হিন্দিতে হলেও সেটা লেখা হবে ইংরাজি হরফে। তাই এই নামগুলি অসাংবিধানিক নয়।

    উল্লেখ্য, এই বিষয়ে প্রথমদিকে আপত্তি জানিয়েছিল বিরোধীরা। কংগ্রেস এবং ডিএমকে একযোগে প্রশ্ন তুলেছিল, সংবিধানের ৩৪৮ ধারায় বলা আছে আদালতের কাজে বা আইনের ক্ষেত্রে ভাষা হিসাবে ইংরাজি ব্যবহার করতে হবে। তাহলে এই নতুন আইনগুলিতে হিন্দি নাম ব্যবহার করা হচ্ছে কেন? সংসদীয় কমিটি জানায়, সংবিধানের ৩৪৮ ধারায় আইনের ক্ষেত্রে ইংরাজি ভাষা ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে ঠিকই। কিন্তু এক্ষেত্রেও যেহেতু আইনগুলির নাম ইংরাজি হরফেই লেখা হবে, তাই নামে আপত্তির কোনও জায়গা নেই।