|
---|
কয়েক হাজার মাদ্রাসা শিক্ষক উপস্থিত হবে ধর্মতলায়, শিক্ষক নেতা ফারহাদ
বিশেষ প্রতিবেদন, বারাসাত: উঃ চব্বিশ পরগনা জেলার বারাসাত সংসদীয় তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের উঃ চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে ২১ শে জুলাই শহীদ দিবসের প্রস্তুতি সভায় সংগঠনের রাজ্য সভাপতি তথা এই জেলার বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ বলেন বাংলার আকাশে বাতাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোঁয়া বিরাজমান। সেই ধারায় উদ্ভাসিত হয়ে মাদ্রাসা শিক্ষায় বিপুল পরিবর্তণ এসেছে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। তাই দলীয় নির্দেশ এই সংগঠনের শিক্ষকদের কাছে বেদ বাক্যের মতো।
আগামী একুশে জুলাই শহীদ স্মরণ কে সামনে রেখে এই সংগঠন ৮-ই জুলাই অহীন্দ্র মঞ্চে বিশেষ শিক্ষা কনভেনশন ও একুশে জুলাই এর প্রস্তুতি সভা আয়োজন করা হচ্ছে। সেখানে দলের শীর্ষস্থানীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার শিক্ষকের উপস্থিতিতে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হবে। পশ্চিমবঙ্গের কোনায় কোনায় মাদ্রাসা শিক্ষকদের উন্নতিকল্পে এই সংগঠন যেভাবে কাজ করছে তার পাশাপাশি সমাজের সর্বস্তরে ও এ শাখা বিরাজমান। মধ্যমগ্ৰাম কার্যালয় থেকে তিনি ঘোষণা করেন এই জেলা থেকে যেমন শিক্ষকরা হাজির হবেন তেমনি বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষকরা শিয়ালদহ ও হাওড়া স্টেশন থেকে বিরাট মিছিল সহকারে ধর্মতলা চত্বরে হাজির হবে। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংসদীয় যুব সভাপতি অভিজিৎ নন্দী। তিনি বলেন, এই সংগঠনের কর্মকান্ড অত্যন্ত প্রশংসনীয়। ফারহাদের নেতৃত্বে শিক্ষক সমাজ যেভাবে মানুষ এবং দলের জন্য কাজ করছে তাতে আমারা সবরকমের সাহায্যের জন্য প্রস্তুত বলে তিনি জানান।
উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিধায়ক ডাঃ সপ্তর্ষী ব্যানার্জী, কাউন্সিলর গোপাল চন্দ্র ব্যানার্জি,শিক্ষক নেতা দেবব্রত সরকার, সংগঠনের জেলা নেতৃত্ব কুতুব আখতার, প্রধান শিক্ষক জাকির হোসেন, শম্পা পাত্র, ইমতিয়াজ, জার্জিস, নামদার শেখ, শিক্ষক নূরুল হক, সওকাত হোসেন, রফিকুল ইসলাম, সুরজিৎ সহ শতাধিক মাদ্রাসা শিক্ষক-শিক্ষিকা।