উস্থি বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লার জনসংযোগ কার্যালয়ে আসন্ন বিজয়া সম্মিলনীর প্রস্তুতি সভা

বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনুসারে মগরাহাট পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় আসন্ন বিজয়া সম্মেলনি নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি এদিন ব্লক ও অঞ্চলের বিভিন্ন নেতৃত্বকে সংবর্ধনা দেওয়া হলো উস্থি বিধায়ক জনসংযোগ কার্য্যলয়ে। উপস্থিত ছিলেন সুন্দরবন সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ও মন্দিরবাজার বিধানসভার বিধায়ক জয়দেব হালদার, মগরাহাট পশ্চিম বিধানসভার বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা,শিক্ষার কর্মধ্যাক্ষ সেলিম খান,জেলা পরিষদের সদস্য মুজিবর রহমান মোল্লা,শেরপুর অঞ্চলের সভাপতি আব্দুর রহিম মোল্লা,নাজবুল দপ্তরী সহ ব্লক ও অঞ্চলের আরো অনান্য সকল নেতৃত্ববৃন্দ।