|
---|
নিজস্ব সংবাদদাতা : আজ শিলিগুড়ির তৃণমূল কংগ্রেসের মুখ্য কার্যালয়ে বিজয়া সন্মেলন নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ,মেয়র গৌতম দেব,ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং চেয়ারম্যান অলোক চক্রবর্তী সহ অন্যান্য এম আই সি এবং কাউন্সিলালেরা। মেয়র গৌতম দেব এদিন জানান গত দুবছর ঠিকমত করা যায় নি বিজয়া সন্মেলনী।তাই এই বছর ভালোভাবে করতে চেষ্টা করা হবে বিজয়া সন্মেলনী। জেলা সভাপতি পাপিয়া ঘোষ জানান এবারে তৃণমূল কংগ্রেস শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন এবং মহকুমা পরিষদের ভোটে জয়লাভ করেছে,তাই এবারে আলাদাকরে আনন্দ করা হবে। তবে এই জয় আমাদের কর্মীদের জন্য তাই কর্মীদের কথা ভেবেই আমরা সবকিছু স্থির করব। যাতে এই দিনটিতে আমাদের কর্মীরা আনন্দ করতে পারে। তৃণমূল কংগ্রেস সাধারন মানুষের দল তাই আমাদের এই বিজয়া সন্মেলনী শুধুমাত্র সাধারন মানুষের কথা ভেবেই করা হবে। আগামীদিনে আমাদের সবাইকে একসাথে লড়াই করতে হবে এতটুকু জানি আমরা।তাই বিজয়া সন্মেলনীর দিনটা একটু আলাদাভাবে পালন করব আমরা জানালেন তিনি। ডেপুটি মেয়রও নিজে সাধারন কর্মীদের নিয়ে বিজয়া সন্মেলনী করবার কথা জানান।