|
---|
নিজস্ব সংবাদদাতা : শিলিগুড়িতে আজ দীনবন্ধু মঞ্চের রামকিঙ্কর হলে ডেঙ্গু নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র ডেপুটি মেয়র এবং এম আই সি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
গৌতম দেব জানান আমাদের লক্ষ শিলিগুড়িকে ডেঙ্গুর কবল থেকে বাচিয়ে তোলা। সেই কারনে আমরা প্রতিটি ওয়ার্ডের জন্য আলাদা আলাদা পরিকল্পনা তৈরী করেছি। আমরা জোর দিয়েছি তেলের এবং ধোয়ার উপরে। আর মানুষকে সচেতন এবং সতর্ক করে রাখছি যে তারা যেন জল জমা হতে না দেন।কারন জমা জল থেকেই ডেঙ্গুর সম্ভাবনা বেড়ে যাচ্ছে। ডেপুটি মেয়র জানান তিনি তার নিজের এবং পনেরো নং ওয়ার্ডে আলাদা আলাদা করে টিম তৈরী করে ধোয়া এবং তেল দিচ্ছেন। মেয়র জানান আগামী সপ্তাহে আলাদা আলাদা করে দল তৈরী করে প্রতিটি ওয়ার্ডেই পাঠাবেন।