প্রায় ধসে যাওয়া সিকিমে পর্যটকদের উদ্বার করতে নেমে পড়ল সেনাবাহিনীর জওয়ানেরা

নিজস্ব সংবাদদাতা :প্রায় ধসে যাওয়া সিকিমে পর্যটকদের উদ্বার করতে নেমে পড়ল সেনাবাহিনীর জওয়ানেরা। গতকাল রাত থেকে আজ সকাল পযর্ন্ত প্রায় একহাজার পর্যটককে উদ্বার করলেন সেনাবাহিনীর জওয়ানেরা। এদিকে বৃষ্টির দাপট কম না হওয়ায় উদ্বার করতে পারছেন না ঠিকমত তারা বলে দাবী জওয়ানদের। এদিকে বেশ কয়েকদিন আটকে থাকার পরে পরে পর্যটকদের মধ্যে দেখা দিয়েছে খাদ্য সঙ্কট। এখনো নশো পর্যটক আটকে আছেন পাহাড়ে বলে জানা গেছে। দিনের পর দিন একই অবস্থায় থাকবার পরে পর্যটকদের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। তাদের উদ্বার করে সেনাবাহিনীর জওয়ানেরা নিজেদের মেডিক্যাল সেন্টারে ভর্তি করে দিয়েছেন বলে জানা গেছে। সিকিমে পর্যটকদের উদ্বার করতে স্থানীয় মানুষ হাত বাড়িয়ে দিয়েছেন। এখনো প্রচুর পর্যটক আটকে থাকায় তাদের পাউরুটি ডিম এবং বিষ্কুট পাঠাচ্ছেন স্থানীয় মানুষ।প্রায় আড়াইহাজার পর্যটককে সিকিম থেকে নীচে নামিয়ে আনা হয়েছে বলে সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে। সব মিলিয়ে সিকিমের অবস্থা শোচনীয় বলে দাবী সেখানকার প্রশাসনের।প্রশাসনের তরফ থেকে পর্যটকদের অনুরোধ করা হয়েছে পরিস্থিতি ঠিক না হলে তারা যেন সিকিমে ঘুরতে না আসেন।