বাগডোগরা বিমান বন্দরে যাত্রী পরিষেবা বাড়ানো সহ একাধিক দাবিতে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা :বাগডোগরা বিমান বন্দরে যাত্রী পরিষেবা বাড়ানো সহ একাধিক দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে স্মারকলিপি জমা দিল বাগডোগরা অঞ্চল কংগ্রেস কমিটি।এদিন বাগডোগরার বিমানবন্দরের ডিরেক্টর অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস কর্মীরা । পরে ৬ দফা দাবিতে বিমানবন্দরের ডিরেক্টরকে স্মারকলিপি প্রদান করেন।

    এই বিষয়ে নকশালবাড়ি ব্লক কংগ্রেস সভাপতি অমিতাভ সরকার জানান , বিমানবন্দরে সিকিউরিটি গেটের সংখ্যা বাড়ানো , বিমানবন্দর চত্বরে বিভিন্ন কাউন্টারে খাদ্য সামগ্রীর মূল্য কম করা , গাড়ি থেকে যাত্রী নামানোর জন্য ৫ মিনিটের সময় ধার্য রয়েছে তা ১৫ মিনিট করার দাবি জানানো হয়েছে ।

     

    পাশাপাশি বিমানবন্দরে অস্থায়ী কর্মী নিয়োগে কতৃপক্ষ ঢিলেঢালা মনোভাব নিচ্ছে বলে অভিযোগ তাদের।তারা জানিয়েছেন অবিলম্বে যদি তাদের কথা না শোনা হয় তবে তারা আবার আন্দোলনে নামবেন বলে হুশিয়ারি দিয়েছেন।