|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: বাঁকুড়া ও ঝাড়গ্রামের জঙ্গলমহল এলাকায় মাওবাদী পোস্টার। তাতে লেখা “রাজ্য সরকারের দুর্নীতি ক্রিমিনালদেরকে SPL HOME GUARD এ চাকরি দেওয়া হল কেন? তার প্রতিবাদে আগামী 8 এপ্রিল তারিখে সারা বাংলা বন্ধ পালন করুন।” বন্ধ না মানলে মৃত্যুদণ্ডের হুমকিও দেওয়া হয়েছে। সিপিআই মাওবাদীদের নাম সই করা।
দুই জেলাতেই একই বয়ান-সহ পোস্টার উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। জেলা পুলিশের তরফে অবশ্য জানানো হয়েছে, পোস্টারগুলি আদৌ মাওবাদীদের কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাও তদন্ত করে দেখা হচ্ছে।