|
---|
মেদিনীপুর: কাঁথিতে জাতীয় সংগীত অবমাননার অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ পাঁচজনের বিরুদ্ধে। ই-মেলের মাধ্যমে কাঁথি থানার অফিসার ইন চার্জের কাছে অভিযোগ দায়ের করেন
কাঁথি ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন।
সম্প্রতি কাঁথি শহরে যুব তৃণমূল পেট্রল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে একটি সভা আয়োজন করে। সভা শেষে জাতীয় সংগীত পরিবেশন করেন কাঁথি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল তথা কাউন্সিলর রিনা দাস-সহ সভায় উপস্থিত সকলেই। তবে রিনা দাসের বিরুদ্ধে ভুল জাতীয় সংগীত পরিবেশনের অভিযোগ ওঠে। ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় নিমেষে ভাইরাল হয়ে যায়। এই ঘটনায় সৌমেন্দু অধিকারী কাঁথি থানায় রিনা দাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
জাতীয় সংগীত অবমাননার প্রতিবাদে গত ৪ মার্চ অরাজনৈতিক মঞ্চ তৈরি করেন। ওই মঞ্চ থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জাতীয় সংগীত পরিবেশনার আয়োজন করেন। কিন্তু ওই অনুষ্ঠানে এবার জাতীয় সংগীত অবমাননার অভিযোগ উঠলো শুভেন্দু অধিকারী সহ ৫ জনের বিরুদ্ধে।
কাঁথি ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েনের অভিযোগ “ওই অনুষ্ঠানে ইচ্ছাকৃতভাবে জাতীয় সংগীত অবমাননা করা হয়েছে। ৫২ সেকেন্ডের পরিবর্তে ১ মিনিট ধরে জাতীয় সংগীত গাওয়া হয়েছে। এটি জাতীয় সংগীত অবমাননা ছাড়া কিছুই নেই। জাতীয় সংগীতের অবমাননা করা উচিত নয়। অভিযুক্তদের অবিলম্বে শাস্তি চাই৷”
তবে এবিষয়ে শুভেন্দু অধিকারী-সহ অন্য অভিযুক্তদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷