এবার বিশ্বভারতীর ফলক বিতর্ক আরও কড়া রাজ্যপাল সি ভি আনন্দ বোস

দেবজিৎ মুখার্জি, বীরভূম: এবার বিশ্বভারতীর ফলক বিতর্ক আরও কড়া রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ফের বিশ্বভারতীর উপাচার্যকে চিঠি লিখলেন তিনি। বললেন, রবীন্দ্রনাথের স্মৃতি মোছার চেষ্টা চলছে। অন্যায় বরদাস্ত করা হবে না।

    ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পাওয়া শান্তিনিকেতনের নামফলকে নেই রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। তা নিয়ে সম্প্রতি বিশ্বভারতী কর্তৃপক্ষকে বিঁধেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইউনেস্কোর হেরিটেজ তকমা প্রাপ্ত শান্তিনিকেতনের নামফলকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম না থাকা নিয়ে উপাচার্যকে ভুল সংশোন করার পরামর্শ দিয়েছেন শুভেন্দু অধিকারীও। উপাচার্যের ‘ইগো’কেও আক্রমণ করলেন। রাজ্যপালও চিঠি লিখেছিলেন বিদ্যুৎ চক্রবর্তীতে। পালটা মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন উপাচার্য।

    সেই বিতর্ক এখনও থামেনি। এবার কড়া বার্তা দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এদিন ফের বিশ্বভারতীর উপাচার্যকে চিঠি পাঠালেন তিনি। বললেন, “রবীন্দনাথের স্মৃতি মোছার চেষ্টা চলছে। বিশ্বভারতীতে নিয়ম ভাঙা হয়েছে।” এই বিষয়টি যে বরদাস্ত করা হবে না, এদিন সাফ তা জানিয়ে দিয়েছেন রাজ্যপাল।