খোলাপোতা’র ময়নালী ফাতেমাতুজ জোহরা গালর্স মিশনে সিরাতুন্নবী কনফারেন্স ও শিক্ষা সেমিনার

বিশেষ প্রতিবেদন, বসিরহাট: বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মমাস উপলক্ষে বসিরহাট, খোলাপোতা’র ময়নালী ফাতেমাতুজ জোহরা গালর্স মিশন ও এতিমখানা কমিটির পক্ষ থেকে প্রতিষ্ঠান প্রাঙ্গণে সিরাতুন্নবী কনফারেন্স ও শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উল্লেখযোগ্য ভাবে হাজির হন স্থানীয় বিধায়ক মাননীয় জনাব রফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী, তথা জেলা বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ আলহাজ্ব একেএম ফারহাদ সাহেব, স্থানীয় থানার আইসি শ্রী তাপস ঘোষ, সমাজসেবী রহসন আলি, প্রধান অমরেশ মুখার্জি, মাদ্রাসার সম্পাদক মাওলানা আবদুল্লাহ, মাওলানা বাকিবিল্লা সহ এলাকার ইমাম, মোয়াজ্জেম ও অন্যান্য বিশিষ্টজনেরা।


    বিশিষ্ট শিক্ষানুরাগী তথা কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ তাঁর বক্তব্যে বিশ্ব শান্তি সম্প্রীতি রক্ষায় প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী মেনে চলার জন্য মানব জাতির কাছে অনুরোধ করেন। পাশাপাশি তিনি বলেন বর্তমান সময়ে আমাদের দেশে যে বিভাজনের রাজনীতি চালানোর অপচেষ্টা চালাচ্ছে বিজেপি তার হাত থেকে দেশকে রক্ষা করতে পারেন একমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতি মমতা ব্যানার্জি। তাই আমাদের সকলের উচিত শান্তি সম্প্রীতি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাই কে এগিয়ে আসার আহ্বান জানান ফারহাদ।
    মাওলানা আবদুল্লাহ প্রতিষ্ঠানের ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের করোনাকানীল পরিস্থিতিতে শিক্ষার আলোকে টিকিয়ে রাখতে বাড়ি বাড়ি গিয়ে শিক্ষা সামগ্রী বিতরণ করার পাশাপাশি সবসময় অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানান।