|
---|
নতুন গতি প্রতিবেদক : দক্ষিণ ২৪ পরগণা জেলার, নোদাখালি থানার দক্ষিণ রায়পুরে গতকাল ২৪শে অক্টোবর ২০২১ তারিখে হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশান(HWO) ও দক্ষিন রায়পুর সমাজ কল্যাণ সমিতি-র যৌথ উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নারী পুরুষ উভয় মিলে প্রায় শতাধিক মানুষ রক্তদানে এগিয়ে আসেন। অনেক বেশি মাত্রায় রক্তদাতার নাম নথিভুক্ত করার কারনে ডায়মন্ডহারবার ব্লাড ব্যাংক সহ SSKM ব্লাড ব্যাংক সহযোগে মোবাইল ভ্যান এর যৌথ প্রয়াসে এই অনুষ্ঠানটি সম্পাদনা করা হয়। যদিও শারীরিক কারনে বহু রক্তদাতার রক্ত নিতে পারেনি বলেই ব্লাড ব্যাংকের তরফে জানা যান। এছাড়াও প্রায় ৫০ জন গুণীজনকে সংবর্ধনা সহ সংগঠনের ভারপ্রাপ্ত কয়েকজন সদস্যকে ভালো কাজ করার সুবাদে বিশেষ স্মারক সম্মাননা প্রদান করা হয় ।
উক্ত অনুষ্ঠানে HWO এর দক্ষিণ ২৪ পরগণা জেলা কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও জাতীয় সম্পাদক আজিজ উসমানী, জাতীয় সহ-সভাপতি চন্দন কুমার মহাল, কোষাধ্যক্ষ মনিরা খাতুন, পশ্চিমবঙ্গ রাজ্য কনভেনর আদুস খান, রাজ্য মাইনরিটি সম্পাদক হাজী জানে আলম, জেলা কার্যনির্বাহী সভাপতি কবির হোসেন মোল্লা, জেলা সম্পাদক শামসুর রহমান, জেলা সহ সভাপতি মনিরুল ইসলাম, উত্তর ২৪ পরগনা জেলা সহ সভাপতি দিবাকর দাস সহ অন্যান্য সদস্যরা।
সংগঠনের পক্ষ থেকে মূখ্য সম্পাদক আজিজ উসমানী সাহেব দক্ষিণ রায়পুর সমাজ কল্যাণ সমিতি সহ সংগঠনের সমস্ত সদস্যদের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন ও অভিবাদন জানায়।