|
---|
নতুন গতি ডেস্ক : পশ্চিমবঙ্গের জনদরদি মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের ম্যাজিক প্রকল্প “দুয়ারে সরকার” প্রশংসায় মুখরিত হচ্ছে দেশ ছাড়িয়ে বিদেশেও। জনদরদি মুখ্যমন্ত্রী কোভিড-১৯ পরিস্থিতিতে প্রত্যেকের জন্য করোনা টিকার বন্দোবস্ত সফল ভাবে রূপায়িত করতে তৎপর।
আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙ্গড়-২ ব্লকের অন্তর্গত ভগবানপুর গ্ৰাম পঞ্চায়েতের অধীনস্থ জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালনায় নাঙ্গলবেকি পল্লীমঙ্গল হাই স্কুল প্রাঙ্গনে ১৮-৪৫ বছর বয়সীদের করোনা টিকা প্রদান করার পাশাপাশি সকল উপভোক্তাদের হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়। উপভোক্তাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন , ভাঙ্গর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি জনাব আরাবুল ইসলাম, সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী কার্তিক চন্দ্র রায়, কাশিপুর থানার ওসি শ্রী সমরেশ ঘোষ, এলাকার বিশিষ্ট সমাজসেবী জনাব ইব্রাহিম মোল্লা (বাপি) সহ অন্যান্য বিশিষ্টজনেরা।