|
---|
রহমতুল্লাহ, সাগরদিঘী : সর্বভারতীয় ডাক্তারী প্রবেশিকা পরীক্ষায় ৭৭৭২ র্যাঙ্ক করে সাফল্য, সাগরদিঘীর দিয়ার বালাগাছির আসাদুজ্জামানসম্প্রতি প্রকাশিত নিট পরীক্ষায় ৬৪৭ নম্বর পেয়ে, সর্বভারতীয় স্তরে ৭৭৭২ র্যাঙ্ক করেছে সে। আসাদুজ্জামান এর সাফল্যের খবর পেয়ে, খুশির জোয়ার সাগরদিঘী ব্লকের দিয়ার বালাগাছির গোটা পরিবার জুড়ে। খুশি শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে তার গোটা গ্রাম।খুশির খবর শুনে শুক্রবার কাবিলপুর মডার্ন শিশু শিক্ষা নিকেতনের পক্ষ থেকে আসাদুজ্জামান কে, সংবর্ধিত এবং মিষ্টি মুখ করান, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মজিবুর রহমান। কারণ আসাদুজ্জামানের প্রাথমিক লেখাপড়া কাবিলপুর মডার্ন শিশু শিক্ষা নিকেতনের পক্ষ থেকে শুরু হয়। খুশির খবর শুনে স্কুলের সকল ছাত্র-ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা তাকে মিষ্টিমুখ করান। এবং অত্র স্কুলের প্রধান শিক্ষক মজিবুর রহমান জানান, আসাদুজ্জামানের সাফল্য আমাদের সকলের নজর কেড়েছে, কারণ ছোট্ট থেকে তার পড়াশোনার আগ্রহী দেখে বুঝেছিলাম সে একদিন সফল হবে। আসাদুজ্জামানের মতোই যেন, স্কুলের সকল ছাত্র-ছাত্রী সফলতা অর্জন করুক এটাই প্রার্থনা করি। সাগরদিঘীর দিয়ার বালাগাছির, হাসিবুল সেখ ও মেরিনা খাতুনের একমাত্র সন্তান আসাদুজ্জামান, আসাদুজ্জাম জানান আমার এই সাফল্যের পিছনে, সবথেকে বড়ো অবদান আমার নানী, কারণ আমার নানী বাড়ি থেকেই আমার পড়াশোনা শুরু। এছাড়াও আমার বাবা, মা, শিক্ষক শিক্ষিকারা।