|
---|
আজিজুর রহমান গলসি : গলসির রাইপুরের কাছে একটি পুকুরের পাড়ে দুটি সুতলি বোমা উদ্ধার করেছে গলসি থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। খবর পেয়ে এলাকা ঘিরে রাখে পুলিশ। ঘটনাস্থলে মোতায়ান রাখা হয় পুলিশ। স্থানীয়দের থেকে জানা গেছে, রাইপুর ও ঢোলা গ্রামের মাঝামাঝি জায়গায় আছে একটি পুকুর। সেই পুকুরের পশ্চিম পাড়ে দুটি বোমা উদ্ধার হয়। এদিকে পুলিশের অনুমান খড়ের নিচে কেউ বোমাগুলি রেখে গিয়েছিল। ঘটনার খবর দেওয়া হয় সিআইডি বোম্ব ডিস্পোজাল স্কোয়াডে। এদিন বিকালে ঘটনাস্থলে আসে সিআইডি বোম্ব স্কোয়াডের একটি প্রতিনিধিদল। তারা বোমাগুলিকে উদ্ধার করে নির্জন জায়গায় নিস্ক্রীয় করেন। পুকুর পাড়ে কিভাবে বোমা গুলি এলো তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।