৩০০ বছর পুরোনো কালিপুজোয় রক্তদান শিবির

হবিবপুর: দীপাবলীর আলোয় জীবন আলোকিত করতে, হবিবপুর ব্লকস্থ মানিকোড়া সার্বজনীন শ্রীশ্রী শ্যামাকালী পূজা কমিটির উদ্যোগে,  পাকুয়াহাট সমবেত প্রয়াস ও ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার সহযোগিতায়,  ৩০০ বছরের পুরানো এই কালীপূজায় এই প্রথম স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।

    পূজা প্রাঙ্গণে রক্তদাতা উদ্বুদ্ধকরণে বক্তব্য রাখেন কমিটির সদস্য তথা মানিকোড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শশবিন্দু সরকার, মানিকোড়া হাইস্কুলের শিক্ষক হারাধন বর্মন, পাকুয়াহাট সমবেত প্রয়াসের সম্পাদক বরুণ সরকার,  ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা,  পাকুয়াহাট সমবেত প্রয়াসের সভাপতি ডা: তুষার কান্তি বণিক,  কোষাধক্ষ্য সুশান্ত সরকার,  দাল্লা চন্দ্রমোহণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব লাহিড়ী,  সেন্ট জন অ্যাম্বুলেন্সের সদস্য সুরজিৎ মন্ডল প্রমূখ।  শিবিরে ২৩ জন রক্তবন্ধু রক্তদান করেন।  সবুজ সৃষ্টির লক্ষ্যে সকল রক্ত বন্ধুকে একটি করে চারাগাছ প্রদান করা হয়।