বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান সমিতির সাহিত্যিক ডাইরেক্টরি প্রকাশ ও আলোচনা সভা

আসাদ আলী,নতুন গতি : বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান সমিতির সাহিত্যিক ডাইরেক্টরি ও আলোচনা সভা কলকাতায় কলেজ স্কোয়ার মহাবীর সোসাইটির হলে, গত ৩০শে ডিসেম্বর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সুন্দরভাবে সুসম্পন্ন হল কবি- সাহিত্যিক- সাংবাদিক প্রমূখ গুণীজনদের উপস্থিতিতে, সংস্থার সম্পাদক রুহুল আমিন সাহেবের স্বাগত ভাষণের মধ্য দিয়ে । সভাপতি ও অতিথিবরণ- সভাপতি আবুল কাশেম সাহেব কে বরণ করেন মুস্তারি বেগম, প্রধান অতিথি জাহিরুল হাসান সাহেবকে বরণ করেন ফিরোজা বেগম, বিশেষ অতিথি মিরাতুন নাহার কে বরণ করেন ওয়াহেদ মির্জা, অতিথি কবি তৈমুর খান কে বরণ করেন জোয়ার চৌধুরী, অতিথি অধ্যাপক সুরঞ্জন মিদ্দে মহাশয় কে বরণ করেন সাগিনা সৈয়দ। উদ্বোধন সংগীত করেন জোরা খাতুন। অতিথি একরামুল শেখ মহাশয় কে বরণ করেন সর্বানি বেগম । অতিথি কবি তৈমুর খান কবিতা পাঠ করেন ।

    ডাইরেক্টরি সভাপতি অধ্যাপক রমজান আলী। রমজান আলীকে বরণ করেন মুস্তারি বেগম । রমজান আলী সহ সবাই একসঙ্গে ডাইরেক্টরি প্রকাশ করেন। কবি আবুল বাশার খান কে বরণ করে নেওয়া হয়। তিনি কবিতা পাঠ করেন ।

    বক্তব্য রাখেন অধ্যাপিকা মিরাতুন নাহার, বক্তব্য রাখেন সুরঞ্জন মিদ্দে, অরিন্দম পালকে বরণ করেন ফিরোজা বেগম। কবিতা পাঠ করেন অরিন্দম পাল। অধ্যাপক সাইফুল্লাহ শামীমকে বরণ করা হয়। বক্তব্য রাখেন রুহুল আমিন সাহেব, বক্তব্য রাখেন ডঃ শামসুল হক এবং রুহুল আমিন সাহেবের গ্রন্থ প্রকাশ করেন ডঃ শামসুল হক ও অন্যান্যরা। সম্ববর্ধনা দেয়া হয় সর্বানি বেগম ও ওয়াহেদ মির্জা কে। যথাক্রমে ইসমাইল দরবেশ ও মুস্তারি বেগম। সৌমিত্র ঘোষ দস্তিদার কে বরণ করেন রুহুল আমিন । কবিতা পাঠ করেন বেনজির নাজ। কবি আকবর হোসেনের কাব্যগ্রন্থ রেজাউল করিম সাহেব ও অন্যান্যরা মিলে প্রকাশ করেন। কবি ও সাংবাদিক আসাদ আলীর কাব্যগ্রন্থ ‘শিকড় থেকে শিখরে’ সম্পর্কে আলোচনা করেন অধ্যাপক সাইফুল্লাহ শামীম এবং সাইফুল্লাহ শামীম সহ অন্যান্য গুণীজন মিলে কবি ও সাংবাদিক আসাদ আলীর কাব্যগ্রন্থ প্রকাশ করেন । বক্তব্য রাখেন একরামুল হক শেখ । কবিতা পাঠ করেন মাসুদ করিম। সঞ্চালনায় ছিলেন জাহির আব্বাস। সভাপতির ভাষণ দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা হয়।