|
---|
নূর আহমেদ, মেমারি : রেড ভলেন্টিয়ার ও ডি ওয়াইএফ আই এর উদ্যোগে মেমারি থানার অন্তর্গত পাল্লা রোড এলাকায় একটি রক্ত দান শিবিরের আয়োজন করা হয়। পাঁচ জন মহিলা সহ মোট ৫০ জন এই শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন। উপস্থিত ছিলেন,ডিওয়াইএফ আইএর জেলা নেতৃত্ব অন্তর দত্ত, মেমারি ১ পশ্চিম এরিয়া কমিটির সভাপতি সেখ র উফ, সম্পাদক তন্ময় মণডল প্রমুখ নেতৃবৃন্দ।