|
---|
বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:-ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে ডায়ালিসিস কেনো হচ্ছে না সেই নিয়ে রুগীর পরিবারের সদস্যরা বিক্ষোভ মিছিল বের করে। কাঠ গড়ায় ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতাল। সূত্রে খবর ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে রুগীদের ডায়ালিসিস নিয়মিত হচ্ছে সরকারি হাসপাতালে এমন দশা। সেই জন্য রুগীদের কথা ভেবে ,রুগীর পরিবারের সদস্যরা এমন দশা দেখে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায়।
পরক্ষনেই তড়িঘড়ি ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেপুটি সুপার সুপ্রিম সাহা এসে বিক্ষোভ কারী রুগীর পরিবারের সদস্য দের সঙ্গে দেখা করে কথা বলেন। এবং ডেপুটি সুপার তাদেরকে আশ্বাস দেন যেমন ভাবে রুগী রা ডায়ালিসিস ও অন্যান্য পরিসেবা নিয়মিত সঠিক ভাবে পরিসেবা পেয়ে আসছে এখনও তেমনই ভাবে পরিসেবা পাবে। কিছু একটা অসুবিধার কারণে রুগীদের পরিসেবা তেমনটা সঠিক ভাবে সক্ষম হয়ে ওঠেনি, এখন থেকে আর কোনো ঘাটতি হবে না। এই আশ্বাস পেয়ে বিক্ষোভ কারিরা তাদের বিক্ষোভ মিছিল তুলে নেয়।